Argentina and Brazil Poster Design – ব্রাজিল এবং আর্জেন্টিনা পোস্টার ডিজাইন | Qatar Football World Cup
শুরু হতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় খেলা ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। তবে বিশ্বের সকল দেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। বাংলাদেশে ও ব্রাজিল এবং আর্জেন্টিনা বা নেইমার এবং মেসি ফ্যান অনেক।
নিজের পছন্দের দল নিয়ে ফটো এডিটিং করে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চায়। কিন্তু কিভাবে সুন্দর সুন্দর ব্রাজিল এবং আর্জেন্টিনা পোস্টার ডিজাইন করে হয় তা আমরা অনেকেই পারি না। তাই আজকে এই পোস্ট ভালো করে পড়লে আপনারা সুন্দর সুন্দর ব্রাজিল এবং আর্জেন্টিনা পোস্টার ডিজাইন করে পারবেন।
ব্রাজিল এবং আর্জেন্টিনা পোস্টার ডিজাইন
আর্জেন্টিনা এবং ব্রাজিল ফটো এডিটি করে চাইলে কয়টি সফটওয়্যার এর প্রয়োজন হবে। এই অ্যাপ গুলো আপনারা গুগুল প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে দেয়া ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন।
প্রথমে PixelLab এই অ্যাপ গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং কিছু ফাইল ফাইল ডাউনলোড করতে হবে। গুগুল ড্রাইভে পাবেন ব্রাজিল এবং আর্জেন্টিনা এর ব্যাকগ্রাউন্ড এবং PixelLab এর PLP ফাইল। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
PLP ফাইল ডাউনলোড করা হয়ে গেলে PixelLab সফটওয়্যার প্রবেশ করুন এবং ৩ ডট লাইনে ক্লিক করুন। এখন আপনার পছন্দ অনুযায়ী আপনার একটি ছবি সিলেক্ট করুন। এবং Remove.bg এই সাইট দিয়ে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন।
তারপর PixelLab এই ছবি বসান এবং এবং আপনার মনের মোতো এডিটিং করুন। এবং সেভ করুন। সর্বশেষ EnhanceFox এই প্রবেশ করে আপনার ছবি Enhance করুন। তাহলে দেখতে পারবেন আপনার ছবি কত চমৎকার লাগছে।