Tips and Tricks

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন কিভাবে করতে হয়, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং বিস্তারিত সকল তথ্য।

বার্তমানে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি ঘরে ঘরে বিদ্যুতায়ন এর কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করা যাচ্ছে। আপনি যদি অনলাইনে পল্লী বিদ্যুতের নতুন মিটারের জন্য আবেদন করেন তাহলে আপনাকে কোন প্রকার তৃতীয় পক্ষের দ্বারস্থ হতে হবে না। আপনি নিজেই অনলাইনে আবেদন করে বাড়িতে পল্লী বিদ্যুৎ নতুন সংযোগ নিতে পারবেন।

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার শর্ত

  • অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার পূর্বে বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতির প্রকাশ করা শর্তাবলী আপনার জেনে নেয়া উচিত।
  • আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের জায়গার খারিজের স্ক্যান কপি লাগবে।
  • সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব ১৩০ ফুটের মধ্যে হতে হবে।
  • আপনার ঘরে যদি মোট লোড ৮০ কিলোওয়াট এর বেশি হয় তবপ এটি HT সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে। তাই HT সংযোগের জন্য আবেদন করতে হবে।
See also  ফেসবুক পেজ মনিটাইজেশন সমস্যা - Facebook Page Monetization Issues

পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে কি কি লাগে?

  • নাম ও মোবাইল নম্বর
  • জাতীয় পরিচয়পত্র নম্বর
  • সংযোগস্থলের ঠিকানা
  • সংযোগস্থলের জমির মালিকানা তথ্য, দাগ নং ও খতিয়ান নম্বর
  • যে ট্রান্সফরমার হতে সংযোগ নিতে চান একই ট্রান্সফরমারের আওতায় আপনার পার্শ্ববর্তী গ্রাহকের বিদ্যুৎ বিলের ফটোকপি।
  • বাসায় ব্যবহৃত লোড (লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, সকেট) ইত্যাদির সংখ্যা ও ওয়াট।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয়পত্র ও জমির খতিয়ান স্ক্যান করে নির্দিষ্ট সাইজে ক্রপ করে নিন। তারপর rebpbs.com ভিজিট করুন এবং উপরে দেখতে পারবেন যে আবেদন লেখা আছে ঐখানে ক্লিক করুন এবং সকল তথ্য দিয়ে আবেদনটি সংরক্ষণ করুন। সবশেষে হাউজ ওয়্যারিং নিশ্চিত করে আবেদন সম্পন্ন করুন।

  • ছবির সাইজ (300*300 পিক্সেল) সর্বোচ্চ 150 KB
  • জাতীয় পরিচয়পত্র সাইজ (600*475 পিক্সেল) সর্বোচ্চ 300 KB
  • খারিজ/ জমির উত্তরাধিকার সনদ- সর্বোচ্চ 700 KB
See also  ফ্রি ইন্টারনেট চালানোর উপায় - Free Internet Apps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!