নিজের নামে বাংলা রিংটোন তৈরী করুন -Name Ringtone Maker
আপনার নাম দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে বাংলা রিংটোন তৈরী করতে পারবেন।
আমরা অনেকেই আছি যারা নিজের নামে রিংটোন তৈরি করতে চাই অথবা আমাদের প্রিয় জনের নামে রিংটোন তৈরি করে আমাদের মোবাইলে সেট করতে চাই। আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া মিউজিক দিয়ে অসাধারণ অসাধারণ বাংলা রিংটোন তৈরি করবেন।
নিজের নামে বাংলা রিংটোন তৈরী করুন
কোন প্রকার অ্যাপস বা অ্যাপ্লিকেশন ছাড়া আপনার নামে অথবা আপনার প্রিয়জনের নামে রিংটোন তৈরী করতে চাইলে প্রথমে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এবং গুগলের সার্চ বক্সে লিখবেন।
“FDMR Party“ fdmr party এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন। তারপর প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং ঐ সাইটে প্রবেশ করুন। এখন আপনারা উপরে Name RingTone Maker এখানে ক্লিক করুন। তারপর একটি ফর্ম দেখতে পারবেন। প্রথমে Your Language ক্লিক করুন এবং বাংলা সিলেক্ট করুন। তারপর Select background music ক্লিক করুন এবং কি মোবাইল এর মিউজিক দিতে চান তা সিলেক্ট করুন।
এখন Your Name দেখতে পারবেন এখন আপনি কি নামে রিংটোন তৈরী করতে চান অথবা আপনার পছন্দের লেখা লিখুন। তারপর Select message after your name এখানে ক্লিক করুন এবং আপনার নাম বলার পর কি বলে ডাকবে আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন অথবা “আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন” এখানে ক্লিক করে যা ইচ্ছে নিজের মতো লেখুন।
সব কিছু সঠিক ভাবে দেওয়া হয়েগেলে, এখন Create ক্লিক করুন তারপর ৩০ সেকেন্ডে আপনার রিংটোন তৈরী হয়ে যাবে। এখন ডাউনলোড ক্লিক করে মিউজিক ডাউনলোড করে নিন।