Android TipsTips and Tricks

ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায় – Recover Deleted Message

আমাদের মেবাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেসেজ আসে, তখন বিরক্ত হয়ে যায়। তাই অনেক সময় রাগ করে আমাদের ফোনে আশা সকল মেসেজ ডিলিট করে দি।

কিন্তু মেসেজে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ তথ্য আসে। যেমনঃ ব্যাংকের মেসেজ, ফেসবুকের মেসেজ, বিকাশ এর মেসেজ, নগদ এর মেসেজ, ইমু মেসেজ অথবা আমাদের বন্ধু-বান্ধব কেউ যদি আমাদেরকে মেসেজ দিয়ে থাকে ঐ মেসেজ ভূল করে ডিলিট করে ফেলি। গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট করার ফলে আমাদের অনেকের সমস্যা হতে পারে।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভাল আছেন। আমরা যখন ভুল করে কোনো মেসেজ ডিলিট করে ফেলি, তখন কিন্তু ঐ মেসেজটি আমরা আর ফিরে পাই না। তাই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরে পাবেন অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায় শিখাবো।

ডিলিট হওয়া মেসেজ ফিরে আনুন

বন্ধুরা ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরায় দেখার জন্য বা ডিলিট হয়ে যাওয়া মেসেজ রিকভার করার জন্য আমাদের ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই অ্যাপস এর নাম হচ্ছেঃ E2PDF। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া সকল এসএমএস বের করতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা এই অ্যাপটি আপনারা আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।

See also  Unlimited Facebook Auto Like 2023 | Facebook Auto Liker Apk | FB Auto React

প্রথমে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। E2PDF ইন্সটল করে, অ্যাপ প্রবেশ করব। এখন আপনাকে কিছু পারমিশন দিতে হবে সকল পারমিশন দিয়ে ওকে ক্লিক করবেন। যেহেতু আমরা শুধুমাত্র মেসেজ রিকভার করব এর জন্য SMS এখানে ক্লিক করবো।

ডিলিট হওয়া মেসেজ

তারপর সাথে সাথে আপনার ফোনে আসা সকল এসএমএস বা মেসেজ দেখতে পারবেন। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!